Current Bangladesh Time
Sunday May ১৯, ২০২৪ ৯:১০ AM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » পিরোজপুর সদর » মঠবাড়িয়া » ভারী বর্ষণে মঠবাড়িয়ার নিম্মাঞ্চল প্লাবিত
২১ August ২০১৬ Sunday ৮:২৪:৩৬ PM
Print this E-mail this

ভারী বর্ষণে মঠবাড়িয়ার নিম্মাঞ্চল প্লাবিত
ইসমাইল হোসেন হাওলাদার, মঠবাড়িয়া


ভারী বর্ষণে মঠবাড়িয়ার নিম্মাঞ্চল প্লাবিতগভীর সমুদ্রে নিম্ন চাপের প্রবাহে রোববার ভোর রাত থেকে দিনভর ভারী বর্ষণ ও বৈরি আবহাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে মঠবাড়িয়া। অবিরাম বর্ষণ ও দমকা হাওয়ায় উপজেলার জনজীবনে নেমে এসছে চরম দুর্ভোগ ।

পৌর শহরের রাস্তা-ঘাটে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কম সংখ্যক যানবাহন চলাচল করছে। বৃষ্টির কারণে পৌর শহরের অধিকাংশ দোকান পাট বন্ধ রয়েছে। অতি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ ঘর হতে বের হননি। শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলেও শিক্ষার্থীরা বিদ্যালয়ে উপস্থিত হয়নি। ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অঘোষিত বন্ধ থাকে।

এদিকে জোয়ারের পানিতে উপজেলার বলেশ্বর নদ তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কাচা ঘর বাড়ি বিধ্বস্ত হয়ে নদ তীরবর্তী মানুষ মানবেতর জীবন যাপন করছে। উপজেলার কচুবাড়িয়া, খেতাছিড়া, মাঝেরচর, চরভোলমারায় বেড়িবাধে ভাঙ্গন দেখা দিয়েছে।

বেড়িবাধ ভেঙ্গে পানি ডুকে নিম্নাঞ্চল প্লাাবিত হয়েছে। পানি স্বাভাবিকের চেয়ে ৩/৪ ফুট বৃদ্ধি পেয়ে নীচু এলাকা প্লাবিত হয়ে ঘরবাড়ী ও শিক্ষা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করেছে। পানিতে মাছের ঘের ও শত শত পুকুর তলিয়ে মাছ ভেসে গেছে।

অপরদিকে শহরের অতিবৃষ্টির কারণে বিভিন্ন সড়কে দেখা দিয়েছে জলবদ্ধতা। দিনভর বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

জেলা কৃষি অফিস জানায়, শনিবার রাত থেকে এ পর্যন্ত পিরোজপুরে ১৬৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাতের কারনে বীজতলার ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে জানায় কৃষি অফিস।

 

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দক্ষতা বৃদ্ধির মাধ্যমে যুব সমাজকে যুব শক্তিতে রূপান্তরিত করতে হবে : শেখ ফজলে শামস্ পরশ
ক্ষমতার লোভে অপপ্রচারের রাজনীতি বন্ধ করুন: বিএনপিকে যুবলীগ চেয়ারম্যান
শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে: সচিব
জাল ভোট পড়লেই ভোটকেন্দ্র বন্ধ : ঝালকাঠিতে ইসি আহসান
অচিরেই বরিশাল স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট আসর বসবে: জাহিদ ফারুক
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com