বিজ্ঞাপন দিন ও আমাদের সহযোগী হোন
১২ January ২০১১ Wednesday ৯:৫১:০৪ AM
আমাদের উদ্যোগ ও কাজকে এগিয়ে নেওয়ার জন্য আপনার প্রতিষ্ঠান অথবা ব্যক্তিগত বিজ্ঞাপন দিয়ে আপনিও হতে পারেন আমাদের পথ চলার একান্ত সহযোগী। আপনাদের সহযোগিতা ছাড়া কাজটি করা আমাদের জন্য শুধু কষ্টসাধ্যই নয় বরং অসম্ভব হয়ে পড়বে। আমরা বিশ্বাস করি, মুনাফামুখী একটি প্রতিষ্ঠান চালানোর ক্ষেত্রে লাভ আছে। তবে ‘আমাদের বরিশাল’ অনলাইন পত্রিকা গড়ে তোলার পিছনে যে সুদূরপ্রসারী লক্ষ্য আছে, তা মোটেও লাভের পেছনে ছোটা না। আমরা ‘আমাদের বরিশাল’কে টেকসই দেখতে চাই বলেই লাভজনক করে গড়ে তুলতে চাই। দেশ-বিদেশে বসবাসরত বরিশালের কমিউনিটিকে যথাসম্ভব সর্বোচ্চ বস্তুনিষ্ঠতার সাথে তথ্য সহায়তা দিয়ে ‘আমাদের বরিশাল’কে সমুন্নত রাখাই আমাদের লক্ষ্য। বর্তমানে প্রতিদিন আটাশ হাজারেরও বেশী পাঠক অনলাইনে পত্রিকাটি পড়ে থাকেন। আর সর্বশেষ হিসাব অনুযায়ী প্রতিমাসে এ সাইটে গড়ে নয় লাখেরও বেশী হিট পড়ছে। এক্ষেত্রে আবার সিংহভাগ পাঠকই প্রবাসী। এই প্রত্যাশার চাপকে সম্মান জানানোর পাশাপাশি নিজস্ব স্বকীয়তা প্রকাশের জন্য শিগগিরই আমাদের বরিশাল পত্রিকার ইংরেজী সংস্করণ ও ব্লগ চালুসহ পত্রিকাটিকে আরো শক্তিশালী করে গড়ে তোলা হচ্ছে। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিয়ে আপনিও আমাদের পথচলার সঙ্গী হবেন, এটাই আমাদের প্রত্যাশা। এক্ষেত্রে চাইলে আপনি আপনার ব্যক্তিগত বিজ্ঞাপনও দিতে পারেন। আমাদের বরিশাল পত্রিকায় কেন বিজ্ঞাপন দিবেন? ♦ আমাদের বরিশাল ডট কম বরিশালের সর্বপ্রথম অনলাইন পত্রিকা। বর্তমানে আমাদের বরিশাল অনলাইন পত্রিকায় ৫ (পাঁচ) আকারের [৬৬২x৭২, ৪৬৮x৬০, ২৫০x১২২, ২৪০x১২০, ২২২x৭০] ১৫ টি স্পটে বিজ্ঞাপন দেয়া যায়। এছাড়া বিভিন্ন পাতার জন্য স্পন্সর বিজ্ঞাপনও দেয়া যায়। বিজ্ঞাপন মুল্যতালিকার জন্য advertise@amaderbarisal.com ঠিকানায় ই-মেইল করুন অথবা ০১৮২৮১৫২০৮০ নম্বরে যোগাযোগ করুন। এছাড়াও আপনি নিচের ফর্মটি পূরণ করে আমাদের বরিশাল বিজ্ঞাপন ও বিপনণ বিভাগে সরাসরি বার্তা পাঠাতে পারেন। যোগাযোগের ঠিকানাঃ অফিস: +৮৮ (০৪৩১) ৬৪৫৪৪ ই-মেইল: advertise@amaderbarisal.com ব্যাংক হিসাবঃ [contact-form][contact-field label=’নাম’ type=’name’ required=’1’/][contact-field label=’যোগাযোগের নাম্বার’ type=’text’ required=’1’/][contact-field label=’ই-মেইল’ type=’email’ required=’1’/][contact-field label=’মাসিক বিজ্ঞাপনী বাজেট’ type=’radio’ required=’1′ options=’১২%26#x002c;০০০ টাকার উপরে,১০%26#x002c;০০০-১২%26#x002c;০০০ টাকা,৮%26#x002c;০০০-১০%26#x002c;০০০ টাকা,৫%26#x002c;০০০-৮%26#x002c;০০০ টাকা,৩%26#x002c;০০০-৫%26#x002c;০০০ টাকা’/][contact-field label=’মতামত / বার্তা’ type=’textarea’ required=’1’/][/contact-form] সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||