AmaderBarisal.com Logo

আইপিএল সেরা একাদশে মুস্তাফিজ

ডেস্ক রিপোর্ট
আমাদেরবরিশাল.কম

৪ মে ২০১৬ বুধবার ৫:৩৮:৪৬ অপরাহ্ন

সেড়া বোলিং গর মুস্তাফিজেরআইপিএলের মাঝপথেই ক্রিকেটারদের নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে সেরা একাদশ। যেখানে জায়গা করে নিয়েছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান।

০৩ মে’র আগ পর্যন্ত পারফরম্যান্সের ভিত্তিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার আইপিএলের সেরা একাদশটি তৈরি করেছেন স্যামুয়েল ফেরিস। ক্রিকেট বোদ্ধা হিসেবে যিনি পরিচিত স্যাম ফেরিস নামে।

ফেরিস তার ক্রিকেটজ্ঞান থেকে মুস্তাফিজ প্রসঙ্গে লিখেছেন, ‘মুস্তাফিজকে টি-টোয়েন্টি বিশ্বকাপেই খুঁজে পাওয়া যায়। সে তো এখন পুরোপুরি আইপিএল তারকা। এই বাঁহাতি পেসারের হাতে রয়েছে সব ধরনের অস্ত্র। যেমন, কাটার, ইয়র্কার, স্লোয়ার, বাউন্সার।

পুরো ৪ ওভার বল করলেও ব্যাটসম্যানরা তাকে বাউন্ডারি হাঁকাতে পারেনি। ২০ বছর বয়সী এই পেসার সত্যিই অসাধারণ।’

আইপিএলের সেরা একাদশ:

১। ডেভিড ওয়ার্নার (সানরাইজার্স হায়দ্রাবাদ):

২। বিরাট কোহলি (রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)

৩। রোহিত শর্মা (মুম্বাই ইন্ডিয়ান্স)

৪। এবিডি ভিলিয়ার্স (রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)

৫। গৌতম গম্ভীর (কলকাতা নাইট রাইডার্স)

৬। কুইন্টন ডি কক, উইকেটরক্ষক (দিল্লি ডেয়ারডেভিলস)

৭। ক্রিস মরিস (দিল্লি ডেয়ারডেভিলস)

৮। মোহিত শর্মা (কিংস ইলেভেন পাঞ্জাব)

৯। মিচেল ম্যাকক্লেনাঘেন (মুম্বাই ইন্ডিয়ান্স)

১০। মুস্তাফিজুর রহমান (সানরাইজার্স হায়দ্রাবাদ)

১১। অমিত মিশ্র (দিল্লি ডেয়ারডেভিলস)

সূত্র: ইন্টারনেট



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।