AmaderBarisal.com Logo

ধর্মঘটের মধ্যে ঢাকার উদ্দেশ্যে বরিশাল ছেড়েছে ৫ লঞ্চ

নিজস্ব প্রতিবেদক
আমাদেরবরিশাল.কম

২৪ আগস্ট ২০১৬ বুধবার ৩:২১:১৭ পূর্বাহ্ন

বরিশাল সংবাদ মানচিত্রনৌযান শ্রমিকদের ধর্মঘটের মধ্যেই বরিশাল আধুনিক নৌ বন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে ৫টি লঞ্চ।

মঙ্গলবার (২৩ আগস্ট) রাতে যাত্রী নিয়ে এসব লঞ্চ বরিশাল নৌ বন্দর ত্যাগ করে।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ নৌযান মালিক সমিতির কেন্দ্রিয় সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু বলেন, শ্রমিকদের কর্মবিরতি থাকলেও যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে রাতে এমভি কীর্তনখোলা-২, পারাবত-১১, সুন্দরবন-১০, ফারহান-৮ ও সুরভী-৮ লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। তাছাড়া ঢাকা থেকে পারাবত-১২, সুরভী-৭, টিপু-৭, কীর্তনখোলা-১ বরিশালের উদ্দেশে যাত্রী নিয়ে ছেড়ে এসেছে।

তিনি আরো বলেন, ঢাকা-পটুয়াখালী, ঝালকাঠি, মনপুরা রুটে নির্দিষ্ট টার্মিনাল থেকে এমভি সুন্দরবন-৯ এবং এমভি আওলাদসহ প্রায় ৮টির মতো যাত্রীবাহী নৌযান গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে। তবে অভ্যন্তরীণ কয়েকটি রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

 



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।