বিষ দিয়ে মাছ শিকার: জিয়ানগরে ২ জেলের জরিমানা পিরোজপুর প্রতিনিধি
খালে বিষ প্রয়োগ করে মাছ শিকারের দায়ে পিরোজপুরের জিয়ানগরে দুই জেলেকে পাঁচহাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার (১৯ অক্টোবর) সকাল ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলার ইউএনও মো. মোজাহিদুল ইসলাম এ জরিমানা করেন।
জেলেরা হচ্ছে জিয়ানগর উপজেলার পত্তাশী কালাইয়া এলাকার সোবহানের ছেলে কবির (৪০) ও গণি মিয়ার ছেলে সোহেল (২৬)।
বিষয়টি নিশ্চিত করে ইন্দুকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুল হক জানান, মঙ্গলবার দিনগত রাতে কালাইয়া নামে একটি খালে বিষ দিয়ে মাছ শিকারের দায়ে ওই দুই জেলেকে আটক করা হয়।
পরে বুধবার সকালে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তারা দোষ স্বীকার করায় বিচারক তাদের এ জরিমানা করেন।
সম্পাদনা: বরি/প্রেস/মপ |