AmaderBarisal.com Logo

নগরীতে তামাক বিজ্ঞাপনে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
আমাদেরবরিশাল.কম

২০ অক্টোবর ২০১৬ বৃহস্পতিবার ৮:১২:৫৩ অপরাহ্ন

বরিশাল সংবাদ মানচিত্রবরিশাল নগরীতে তামাকজাত পণ্যের অবৈধ বিজ্ঞাপনের দায়ে অর্থ জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) বরিশাল জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেট মাহামুদা আক্তার ও উর্মী ভৌমিক এর ভ্রাম্যমান আদালত নগরীর নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ও নতুন বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার রাকেশ নামে এক দোকানীকে তামাকজাত পণ্যের অবৈধ বিজ্ঞাপন দেয়ার দায়ে এক হাজার টাকা ও নতুন বাজার এলাকার দোকানী দুলাল এবং দিপককে ৫শ টাকা করে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে বরিশাল সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার সৈয়দ জলিলসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিল।



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।