জেএসসি পরীক্ষার প্রথম দিনে বরিশালে অনুপস্থিত ৩২৮৮, বহিস্কার ২ এবং ৫ শিক্ষককে অব্যহতি নিজস্ব প্রতিবেদক
 ফাইল ছবি
বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের আওতায় জেএসসি পরীক্ষায় ১ম দিনই ২ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।
আজ মঙ্গলবার (০১ নভেম্বর) বাংলা ১ম পত্র পরীক্ষা অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ২৮৮ জন। যা গত বারের তুলনায় বেশী।
এ ছাড়া বরিশালের মুলাদী ডিগ্রী কলেজের ৫ শিক্ষককে এক বছরের জন্য অব্যহতি প্রদান করা হয়েছে। মুলাদী উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জলিল এ তথ্যের সত্যতা স্বীকার করেছেন।
বরিশাল শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, মঙ্গলবার ১ লাখ ১৪ হাজার ৪০৭ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ১১ হাজার ১১৯ জন। অনুপস্থিত ছিল ৩ হাজার ২৮৮ জন পরীক্ষার্থী।
পরীক্ষায় অসাদুপায় অবলম্ভনের দায়ে চরফ্যাসনের টিবি কেন্দ্র থেকে এক শিক্ষার্থী ও মুলাদীর এমজে কেন্দ্র থেকে এক শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।
এ ব্যাপারে বরিশাল শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক জানান, পরীক্ষা সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়েছে। কোথাও অপ্রতিকর ঘটনা ঘটেনি।
সম্পাদনা: বরি/প্রেস/মপ |