AmaderBarisal.com Logo

বানারীপাড়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, আহত ১০

নিজস্ব প্রতিবেদক
আমাদেরবরিশাল.কম

৬ জানুয়ারি ২০১৭ শুক্রবার ৬:০৬:৩৮ অপরাহ্ন

বরিশাল সংবাদ মানচিত্রবরিশালের বানারীপাড়া উপজেলায় যাত্রীবাহী বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছেন।

আজ শুক্রবার (০৬ জানুয়ারী) সকালে উপজেলার রায়েরহাট তালুকদার বাড়ির সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে বানারীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। আহতরা হলেন, পিরোজপুর জেলার মো. কামরুল ফকির (৩৫), ঢাকার সিটি ব্যাংক কর্মকর্তা মাহামুদকাঠি গ্রামের মো. মাসুম বিল্লাহ্ (৩০), গাড়ির হেলপার বাবুগঞ্জের মাধবপাশা সোলনা গ্রামের মো. সিরাজ হাওলাদার (২২), স্বরূপকাঠির অন্তু হালদার (১৭), গুঠিয়ার মন্টু বেপারী (৩৩), বরিশাল সদরের মো. শহিদুল ইসলাম(৩৫), চৌয়ারীপাড়া হাসিনা মোর্শেদ বালিকা বিদ্যালয়ের শিক্ষক শাহ আলম (৫৫), তার স্ত্রী মানিককাঠি বালিকা দাখিল মাদরাসার শিক্ষক রহিমা আক্তার (৪৫), গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের রহিমোন (৩২), নাজিরপুর উপজেলার কলারদোয়ানী গ্রামের মো. জিল্লুর রহমান (৪০)।

এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় পিরোজপুর জেলার কামরুল ফকিরকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষর্শীরা জানান, ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকায় স্বরূপকাঠিগামী দিগন্ত পরিবহনের (বরিশাল-ব ০৫-০০১১) যাত্রীবাহী বাসটি রায়েরহাট তালুকদার বাড়ির সামনের সড়ক অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা বরিশালগামী একটি মাহেন্দ্রকে সাইড দিতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে কমপক্ষে ১০ যাত্রী আহত হয়।

বিষয়টি নিশ্চিত করে বানারীপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান জানান, ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।