| রাজাপুরে উৎসবমূখর পরিবেশে উন্নয়ন মেলা শুরু রহিম রেজা, রাজাপুর
ঝালকাঠির রাজাপুরে আজ সোমবার (০৯ জানুয়ারী) বিকেলে বর্ণাঢ্য আয়োজনে উৎসবমূখর পরিবেশে উন্নয়ন মেলা শুরু হয়েছে।
এ উপলক্ষে উপজেলা সদরে উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামানের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু করে সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয় এবং ফিতা কেটে মেলার উদ্বোধন করে বিভিন্ন স্টল ঘুরে দেখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান।
এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, ওসি শেখ মুনীর উল গীয়াস, শাহ জাহান মোল্লা, মুজিবুল হক কামাল, রিয়াজ উল্লাহ বাহাদুর, মাহাবুবুর রহমান, ভবানী শঙ্কর বল, আল আমিন বাকলাই, শাহ আলম মন্টু, মোস্তফা কামাল সিকদার, মাহমুদা খানম, মশিউর রহমান, ফারহানা ইয়াসমিন লিজাসহ রাজাপুর সাংবাদিক ক্লাবের সাংবাদিকরা, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ নেন।
সম্পাদনা: বরি/প্রেস/মপ | |