Current Bangladesh Time
মঙ্গলবার এপ্রিল ১৬, ২০২৪ ৯:৫৮ পূর্বাহ্ন
Barisal News
Latest News
প্রচ্ছদ » বরিশাল, বরিশাল সদর, সংবাদ শিরোনাম » বরিশাল নগরের বর্জ্য ফেলা হচ্ছে ঘনবসতিপূর্ণ এলাকায়
২৭ মার্চ ২০১৭ সোমবার ১১:০০:২০ পূর্বাহ্ন
Print this E-mail this

বরিশাল নগরের বর্জ্য ফেলা হচ্ছে ঘনবসতিপূর্ণ এলাকায়
অনলাইন ডেস্ক


barisal-city-corporation বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নগর ভবন

ফাইল ছবি

বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) ৩ নম্বর ওয়ার্ডে ঘনবসতিপূর্ণ কাউনিয়া এলাকায় মহানগরের বর্জ্য ফেলার বিশাল এক ভাগাড়। বর্জ্য পোড়ানোর ধোঁয়া চারপাশে ছড়িয়ে পড়ছে। দুর্গন্ধ আর মশা-মাছির উপদ্রবে এলাকাবাসীর জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে।

জানা গেছে, ভাগাড়টির চারপাশে পুরানপাড়া, হোসনাবাদ, কাউনিয়া ও সাপানিয়া এলাকায় বসবাস করে অন্তত সাড়ে চার হাজার পরিবার। এ ছাড়া কাউনিয়া মাধ্যমিক বিদ্যালয়, বরিশাল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আবদুর রব সেরনিয়াবাত কলেজ, দুটি কিন্ডারগার্টেন, দুটি মাদ্রাসাসহ অন্তত নয়টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ১০-১২টি মসজিদ আছে এখানে।

ভাগাড়ের ৪০ গজ দূরেই রয়েছে কাউনিয়া হাউজিং প্রকল্প। সেখানে অন্তত ৫০০ পরিবারের বাস। কিন্তু দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে অনেকেই ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন।

সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মকর্তা দীপক লাল মৃধা বলেন, নগরের পুরানপাড়া এলাকায় ছয় একর জমি ময়লা ফেলার জন্য নির্ধারিত আছে। জায়গা কম হওয়ায় পাশে থাকা ব্যক্তিগত জমিতেও বাধ্য হয়ে এখন বর্জ্য ফেলতে হচ্ছে।

এ বিষয়ে বরিশাল সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব বলেন, নগরের পরিধি ও জনসংখ্যা আগের চেয়ে অনেক বেড়েছে। তাই বর্জ্যও বেড়েছে কয়েক গুণ। প্রতিদিন ৫০ থেকে ৬০ টন ময়লা ফেলা হচ্ছে। বর্জ্য ফেলার যে জায়গাগুলো রয়েছে, সেগুলোতে এখন আর সংকুলান হচ্ছে না। আমরা বর্জ্য ডাম্পিংয়ের জন্য নতুন জায়গা খুঁজছি।

পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক এ এইচ এম রাশেদ জানান, জনবসতিপূর্ণ এলাকায় বর্জ্য না ফেলতে একাধিকবার করপোরেশনকে নোটিশ দেওয়া হয়েছে। ২০১৪ সালে আধুনিক প্রযুক্তিতে ময়লা প্রক্রিয়াজাতকরণের ছাড়পত্র নিলেও এ ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি বিসিসি।

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের ২ উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করলেন ১২ প্রার্থী
সরকার সিন্ডিকেট মোকাবেলায় বিভিন্ন ধরণের পদক্ষেপ নিচ্ছে : আমু
প্রথম ধাপ: উপজেলা ভোটের মনোনয়ন দাখিলের শেষ সময় সোমবার
নববর্ষ বরণে দেশের সবচেয়ে বড় আলপনা উৎসব ‘আল্পনায় বৈশাখ ১৪৩১’
বর্ষবরণ উৎসবে বোমা হামলা ছিল সাম্প্রদায়িক চক্রান্ত: আমু
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com