Current Bangladesh Time
বৃহস্পতিবার এপ্রিল ১৮, ২০২৪ ১০:৪৪ অপরাহ্ন
Barisal News
Latest News
প্রচ্ছদ » বরিশাল, বরিশাল সদর, সংবাদ শিরোনাম, হিজলা » সাজাপ্রাপ্ত পলাতক এএসআই পেয়েছেন পদোন্নতিও!
২ এপ্রিল ২০১৭ রবিবার ১:৫৪:০১ পূর্বাহ্ন
Print this E-mail this

সাজাপ্রাপ্ত পলাতক এএসআই পেয়েছেন পদোন্নতিও!
নিউজ ডেস্ক


নারায়ণগঞ্জে সাত খুননারায়ণগঞ্জে সাত খুন মামলায় কারাদণ্ড হওয়ার পরও আড়াই মাস ধরে চাকরিতে বহাল ছিলেন পুলিশের সদস্য হাবিবুর রহমান। একই সাথে মামলা চলাকালে অভিযোগপত্রে আদালতে তাকে ‘পলাতক’ দেখানো হলেও স্বশরীরে চাকরী করে পেয়েছেন পদোন্নতিও!

শুক্রবার তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বরিশালের হিজলা থানা থেকে। সর্বশেষ সহকারী উপপরিদর্শক (এএসআই) পদে কর্মরত ছিলেন বরিশালের নৌপুলিশে। সাত খুনের সময় তিনি ছিলেন কনস্টেবল।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান বলেন, হাবিবুর যে দণ্ডাদেশপ্রাপ্ত তা আমরা আগে জানতাম না। নড়িয়া থানার দুজন কর্মকর্তা হাবিবুরের বিরুদ্ধে পলাতক আসামি হিসেবে পরোয়ানা নিয়ে আমাদের থানায় এলে বিষয়টি অবগত হই। এরপর তাঁকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো বলেন, সাত খুনের ঘটনার সময় কনস্টেবল হিসেবে হাবিবুর রহমান র‌্যাব-১১-এর কমান্ডিং লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদের দেহরক্ষীর দায়িত্বে ছিলেন। ৭ খুন মামলা চলাকালেই হাবিবুর রহমান পুনরায় পুলিশ বিভাগে ফিরে এএসআই পদে পদোন্নতি পান।

জানাগেছে, সাত খুনের মামলার পর র‌্যাব থেকে আসামিদের প্রত্যাহার করে যার যার বাহিনীতে পাঠানো হয় এবং হাবিবুর আবার যুক্ত হন পুলিশ বাহিনীতে। ২০১৫ সালের এপ্রিল মাসে মামলার চার্জশিট দাখিল হওয়ার পরও তাঁকে ‘পলাতক’ দেখানো হয়।

এই পলাতক আসামিদের বিষয়ে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয় এবং তাঁদের তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সব দপ্তরে থাকার কথা। তারপরও হাবিবুর রহমান পুলিশে কাজ করার পাশাপাশি পদোন্নতি পেয়েছেন এবং সর্বশেষ বরিশাল নৌ-পুলিশে কর্মরত ছিলেন।

তবে বরিশাল জেলা পুলিশ সুপার এসএম আক্তারুজ্জামানের দাবি, হাবিবুর রহমান ধূর্ত প্রকৃতির লোক। তথ্য গোপন করে তিনি চাকরিতে বহাল ছিলেন।

আরো পড়ুন…
সাত খুন মামলার সাজাপ্রাপ্ত বরিশালের এএসআই গ্রেপ্তার

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বোতলজাত সয়াবিনের লিটারে দাম বাড়ল ৪ টাকা
ঝালকাঠির দুর্ঘটনায় নিহতদের পরিবার ৫ লাখ এবং আহতদের ৩ লাখ  ও ১ লাখ টাকা আর্থিক সহায়তা
ট্রাকচাপায় নিহত ১৪ জনের মরদেহ হস্তান্তর
প্রচণ্ড গতিতে টোল প্লাজার গাড়িগুলোর ওপর আছড়ে পড়ল ট্রাক, নিহত ১৪
পিরোজপুর জেলা আ.লীগের নেতাকে কুপিয়ে স্বর্ণালংকার লুট
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com