হিজলায় বজ্রপাতে যুবলীগ নেতাসহ নিহত ২ নিজস্ব প্রতিবেদক
বরিশালের হিজলায় বজ্রপাতে ইদ্রিস বেপারী(৪৫) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। এছাড়া একই উপজেলার মেমানিয়া ইউনিয়নে আমিনুর রহমান(২০) নামে এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার (১৯ এপ্রিল) রাতে আকষ্মিক বৈশাখী ঝড়ের সময় এ দুর্ঘটনা ঘটেছে।
ইদ্রিস বেপারী উপজেলার বড়জালিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবলীগ সভাপতি ছিলেন এবং আমিনুর প্রভাষক মিজানুর রহমানের ইটভাটা শ্রমিক ও মাগুরার শ্যামনগর এলাকার বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ওয়ার্ড যুবলীগ সভাপতি ইদ্রিস বেপারী তার নিজস্ব ট্রলারে ইটবোঝাই করে বুধবার সকালে শরিয়তপুর যান। সেখান থেকে বিকেলে হিজলার উদ্দেশ্যে রওয়ানা হন। বুধবার রাতে ঝড়ের সাথে শুরু হয় বজ্রপাত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন ইদ্রিস বেপারী।
এদিক একই সময় ইটভাটায় অবস্থান কালে আমিনুর রহমানের উপর বজ্রপাত হয়। সেখানেই তার মৃত্যু হয়েছে।
সকালে তার লাশ মাগুরা নিয়ে যাওয়া হয়েছে বলে হিজলা থানার ওসি মাসুদুজ্জামান স্বীকার করেছেন।
সম্পাদনা: বরি/প্রেস/মপ |