বরগুনায় নৌবাহিনীর সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার নিউজ ডেস্ক
বরগুনার সদর উপজেলার এক নম্বর বদরখালী ইউনিয়নের কুমড়াখালী এলাকার নিজ বাড়ি থেকে রুবেল (২২) নামে নৌবাহিনীর সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
সে ওই এলাকার আবদুর রব সিকদারের ছেলে।
আজ মঙ্গলবার (৯ মে) সন্ধ্যায় লাশটি উদ্ধার করা হয় বলে জানান বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ জামান।
পরিবারের বরাত দিয়ে তিনি জানান, আজ সন্ধ্যায় রুবেল তার ঘরের আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরো জানান, আত্মহত্যার কারণ জানা যায়নি। ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদনা: বরি/প্রেস/মপ |