উজিরপুরে ২০৩ পিস ইয়াবাসহ ব্যবসায়ী আটক নিজস্ব প্রতিবেদক
বরিশালের উজিরপুর উপজেলায় অভিযান চালিয়ে ২০৩ পিস ইয়াবা বড়িসহ নয়ন চন্দ্র দাস(২৭) নামের মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৮ সদস্যরা।
আজ বুধবার (১০ মে) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার বামরাইল বাজার সংলগ্ন থেকে তাকে আটক করা হয়।
সে গৌরনদী উপজেলার বাটাজোর গ্রামের নারায়ন চন্দ্র দাসের ছেলে।
রাতে গণমাধ্যমে পাঠানো র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নয়নকে আটক করার পর তার প্যান্টের পকেট থেকে ২০৩ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে সে র্যাবের কাছে স্বীকার করে, দীর্ঘদিন দেশের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা চালান সংগ্রহ করে বরিশাল জেলার উজিরপুর থানাসহ অন্যান্য থানার আশেপাশের এলাকায় বিক্রী করে আসছে বলে র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সম্পাদনা: বরি/প্রেস/মপ |