বরিশালে ছিনতাই ডাল বোঝাই ট্রাক যশোরে জব্দ নিউজ ডেস্ক
বরিশালের উজিরপুর উপজেলার জয়শ্রী থেকে ছিনতাই হওয়া ৩৩০ বস্তা খেসারী ডালবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮-৬৪৮৭) জব্দ করেছে বরিশাল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গতকাল শনিবার (১৭ জুন) রাতে যশোরের অভয়নগর থানার নওয়াপাড়া এলাকা থেকে ট্রাকটি জব্দ করা হয়।
এসময় গোডাউন মালিক রফিকুল ইসলাম ভূঁইয়াকে আটক করে পুলিশ।
আজ রোববার (১৮ জুন) বরিশাল জেলা পুলিশ লাইনসের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ রহমান।
তিনি জানান, গত ৯ জুন রাতে পটুয়াখালীর কলাপাড়ার গুটাবাছা থেকে ৩৩০ বস্তা করেখেসারী ডাল বোঝাই করে দুটি ট্রাক পাবনায় যাওয়ার পথে উজিরপুরের জয়শ্রী এলাকায় ডাল বেপারী জলিল মীরকে ভয়ভীতি দেখিয়ে ট্রাক থেকে ফেলে দিয়ে ডাল বোঝাই ট্রাক নিয়ে পালিয়ে যায়।
সম্পাদনা: বরি/প্রেস/মপ |