বরিশালে চেম্বারে রোগী দেখা বন্ধ চিকিৎসকদের নিজস্ব প্রতিবেদক
বরিশাল নগরীতে চেম্বারে রোগী দেখা (প্রাইভেট প্রাকটিস) বন্ধ রেখেছেন চিকিৎসকরা।
আজ রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত চিকিৎসকরা নিজস্ব চেম্বারে রোগী দেখবেন না।
চিকিৎসকদের পেশাজীবী সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নিরাপদ কর্মস্থলসহ বিভিন্ন দাবিতে প্রাইভেট প্রাকটিস বন্ধ রেখেছেন চিকিৎসকরা।
বিএমএ-এর বরিশাল জেলার সভাপতি ডা. ইশতিয়াক হোসেন জানান, ধারাবাহিক কর্মসূচির আওতায় কেন্দ্রীয় কমিটির আহ্বানে ২৪ ঘণ্টার প্রাকটিস বিরতি পালন করা হচ্ছে। তবে সরকারি চিকিৎসা সেবা প্রতিষ্ঠানে রোগীর চিকিৎসা সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদনা: বরি/প্রেস/মপ |