দুধ বিক্রেতাকে বেদম মারধর পুলিশ সদস্যর বাউফল প্রতিবেদক
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পটুয়াখালীর বাউফল থানার মো. আলমগীর হোসেন (৩৫) নামে এক পুলিশ সদস্য মো. সাইফুল ইসলাম (৩২) নামে এক দুধ বিক্রেতাকে বেদম মারধর করে আহত করেছে।
আজ রোববার (১৮ জুন) সকাল ১০ টার দিকে বাউফল থানার অদূরে ডাকবাংলোর সামনে এ ঘটনা ঘটেছে। আহত ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ সদস্য আলমগীর বাউফল থানার গাড়ির চালক হিসেবে কর্মরত আছেন। আহত দুধ বিক্রেতা সাইফুলের বাড়ি উপজেলার সূর্য্যমনি ইউনিয়নের সূর্য্যমনি গ্রামে।
সাইফুল ইসলাম ও প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, চারদিন আগে সাইফুলের কাছ থেকে ১০ লিটার দুধ ক্রয় করেন পুলিশ সদস্য আলমগীর। ওই দুধে ভেজাল ছিল এমন অজুহাতে আলমগীর আজ সকাল ১০ টার দিকে সাইফুলকে জামার কলার ধরে এলোপাতাড়ি কিল-ঘুসি ও লাথি মেরে আহত করে। পরে স্থানীয় লোকজন সাইফুলকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
পুলিশ সদস্য আলমগীর হোসেন বলেন,‘মারধর করা হয়নি। তবে দুধে ভেজাল ছিল এ বিষয়ে জিজ্ঞাসা করেছিলাম।’
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আযম খান ফারুকী বলেন, ‘বিষয়টি শুনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
সম্পাদনা: বরি/প্রেস/মপ |