মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘরে গৃহবধুর গলিত লাশ ইসমাইল হোসেন হাওলাদার, মঠবাড়িয়া
পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ উপজেলার আঙ্গুলকাটা গ্রাম থেকে আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেলে আসমা বেগম(৩৫) নামের এক গৃহবধূর পঁচাগলিত লাশ তালাবদ্ধ স্বামীর ঘর থেকে উদ্ধার করেছে।
নিহত আসমা বেগম কাতার প্রবাসী নাসির খানের স্ত্রী ও মঠবাড়িয়া পৌর শহরের নিউ মার্কেট এলাকার মৃত সুলতান মৃধার মেয়ে।
আসমার মামা মো. জালাল মৃধা অভিযোগ করে বলেন, তার ভাগ্নি আসমাকে ননদ ফিরোজাসহ অন্যান্য ননদ ও তার ছেলেরা পরিকল্পিত ভাবে হত্যা করে ঘরের আড়ার সাথে লাশ ঝুলিয়ে রাখে।
থানা ও পারিবারিক সূত্রে জানাযায়, পৌরশহরের নিউ মার্কেট এলাকার সুলতান মৃধার মেয়ে আসমা বেগমের সাথে প্রায় ১৭ বছর আগে উপজেলার আঙ্গুলকাটা গ্রামের আব্দুল লতীফ খানের ছেলে নাসির খানের সাথে বিয়ে হয়। স্ত্রী নিঃসন্তান হওয়ায় স্বামী নাসির এবং ননদ ফিরোজার সাথে তাদের কলহ চলছিল।
নাসির গত একমাস আগে কাতার চলে যায়। আসমা দুইদিন আগে বাবার বাড়িতে বেড়াতে এসে গত মঙ্গলবার পুনরায় শশুর বাড়ি ফিরে যায়। আসমার ননদ ফিরোজা বেগম আজ বৃহস্পতিবার দুপুরে ওই বাড়িতে গিয়ে ঘরের তালা খুলে ভিতরে ঢুকে আঁড়ার সাথে তার ভাবির লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।
মঠবাড়িয়া থানার এসআই মজিবর রহমান জানান, এব্যাপারে মামলার প্রস্ততি চলছে। নিহতের ননদ ফিরোজা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। লাশ আগামীকাল শুক্রবার ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হবে।
সম্পাদনা: বরি/প্রেস/মপ |