Current Bangladesh Time
শুক্রবার এপ্রিল ২৬, ২০২৪ ৩:০৯ পূর্বাহ্ন
Barisal News
Latest News
প্রচ্ছদ » গৌরনদী, বরিশাল, বরিশাল সদর » গৌরনদীতে জাতীয় শোক দিবস পালিত
১৫ আগস্ট ২০১৭ মঙ্গলবার ২:৫৯:৩৫ অপরাহ্ন
Print this E-mail this

গৌরনদীতে জাতীয় শোক দিবস পালিত
গৌরনদী প্রতিবেদক


গৌরনদীতে জাতীয় শোক দিবস পালিতমহান জাতীয় শোক দিবস উপলক্ষে আজ মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বরিশালের গৌরনদী উপজেলা ও পৌর প্রশাসন এবং কেলা ১১টায় উপজেলা আ”লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পৃথক ২টি শোক র‌্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শেষে গৌরনদী বাসস্ট্যান্ডস্থ উপজেলা ছাত্রলীগ কার্যালয়ের সম্মুখে উপজেলা আ’লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য সেরনিয়াবাত মঈন আব্দুল্লাহ, বরিশাল জেলা আ’লীগের সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক পৌর মেয়র মোঃ হারিছুর রহমান,

বরিশাল জেলা পরিষদের সদস্য এইচ.এম রাজু আহম্মেদ হারুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন মুন্সী, পৌর আ’লীগের সভাপতি মনির মিয়া, সাধারন সম্পাদক কবির হোসেন খান, উপজেলা যুবলীগের সভাপতি আনিছুর রহমান, সাধারন সম্পাদক সৈয়দ মাহাবুব আলম, পৌর যুবলীগের সভাপতি আতিকুর রহমান শামীম, সাধারন সম্পাদক আল আমীন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়েরুল ইসলাম সান্টু ভূইয়া, সাধারন সম্পাদক লুৎফর রহমান দ্বীপ প্রমুখ।

বাদ জহর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ১৫ আগষ্ট সকল শহীদদের স্মরনে মিলাদ মাহফিল ও কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়।

এছাড়া উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বার্থী ডিগ্রি কলেজ, মাহিলাড়া ডিগ্রি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কুতিক সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় শোক দিবস পালন করেছে।

 

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাংলাদেশের উন্নয়নের দিকে তাকালে আমাদের লজ্জা হয়: শাহবাজ শরিফ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ২৭ এপ্রিল
খাল ও ড্রেন পরিষ্কার না করায় মশার উপদ্রব: মেয়র খোকন
বরিশালে তীব্র গরমে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা
বরিশালে ভোট কেন্দ্রে থাকছে না সিসি ক্যামেরা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com