AmaderBarisal.com Logo

দৌলতখানে ৮ জনকে অচেতন করে মালামাল লুট

নিউজ ডেস্ক
আমাদেরবরিশাল.কম

১৭ আগস্ট ২০১৭ বৃহস্পতিবার ৬:৫৮:০৪ অপরাহ্ন

bhola-news-map ভোলা সংবাদ মানচিত্রপরিবারের সদস্যসহ আটজনকে অচেতন করে ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের তহশিল অফিসের অফিস সহকারী আবুল বাসারের বাসার মূল্যবান মালামাল লুট করেছে অজ্ঞান পার্টির সদস্যরা।

গতকাল বুধবার রাতে খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

গৃহকর্তা আবুল বসার জানান, বুধবার রাতের খাবার খেয়ে তারা সবাই অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা আজ সকালে তাদেরকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।

সত্যতা নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার ওসি মীর খায়রুল কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।