AmaderBarisal.com Logo

দুই লঞ্চের মাঝে চাপা পড়ে ভোলার ব্যবসায়ী নিহত

অনলাইন ডেস্ক
আমাদেরবরিশাল.কম

২৮ আগস্ট ২০১৭ সোমবার ৯:৫৯:৩৯ অপরাহ্ন

sadarghat-launch-terminal ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনালঢাকার সদরঘাটে দুই লঞ্চের মাঝে চাপা পড়ে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত মাছ ব্যবসায়ীর নাম আলাউদ্দিন সাজু (৩০)।

আজ সোমবার (২৮ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সকালে ঢাকায় মাছ বিক্রির জন্য ভোর ৬টার দিকে ভোলা থেকে এমভি কর্ণফুলী ১১ নামের লঞ্চযোগে সদরঘাটে আসেন আলাউদ্দিন। এ সময় আরও কয়েকজন মাছ ব্যবসায়ী তার সঙ্গে ছিলেন।

টার্মিনালে ভেড়ার পর লঞ্চের পাশে গিয়ে মাছের ঝুড়ি নামানোর প্রস্তুতি নেন আলাউদ্দিন। এ সময় টার্মিনালে থাকা কর্ণফুলী ১০ লঞ্চের ধাক্কায় আলাউদ্দিন নিয়ন্ত্রণ হারিয়ে দুই লঞ্চের মাঝে পড়ে যান। দুই লঞ্চের চাঁপায় ঘটনাস্থলেই মারা যান তিনি।

হাসনাবাদ নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শহিদুল ইসলাম জানান, নিহত আলাউদ্দিন ভোলার দৌলতখান এলাকার বাসিন্দা। দৌলতখান থেকে মাছ এনে ঢাকায় বিক্রি করেন।সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।