Current Bangladesh Time
শুক্রবার এপ্রিল ১৯, ২০২৪ ৯:০১ পূর্বাহ্ন
Barisal News
Latest News
প্রচ্ছদ » বরিশাল, বরিশাল সদর, সংবাদ শিরোনাম » অপহরণকালে মহানগর ছাত্রলীগ নেতা অসীম অস্ত্রসহ আটক
১৮ সেপ্টেম্বর ২০১৭ সোমবার ১১:১৪:২০ অপরাহ্ন
Print this E-mail this

অপহরণকালে মহানগর ছাত্রলীগ নেতা অসীম অস্ত্রসহ আটক
অনলাইন ডেস্ক


অপহরণকালে মহানগর ছাত্রলীগ নেতা অসীম অস্ত্রসহ আটকবরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্যানেল মেয়র কেএম শহীদুল্লাহর মেয়েকে ‘তুলে নিয়ে যাওয়ার সময়’ নারায়ণগঞ্জের রূপগঞ্জে অস্ত্রসহ জনতার হাতে আটক হয়েছেন মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম দেওয়ান (২৬)।

আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার থেকে বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র কেএম শহিদুল ইসলামের মেয়ে সামান্তা ইসলমাকে (২২) রাতে ছাত্রলীগ নেতা অসীম দেওয়ানসহ তার দুই সহযোগী একটি প্রাইভেটকারে তুলে ‍নেয়।

তিনি বলেন, গাড়িটি রূপগঞ্জে ফেরিতে উঠামাত্র সামান্তা চিৎকার শুরু করলে ঘাটের লোকজন ও ফেরির স্টাফরা তাদের ঘিরে ফেলে। এ সময় কৌশলে অসীমের দুই সহযোগী পালিয়ে গেলেও জনতা অসীমকে আটক করে ও সামন্তাকে উদ্ধার করে আমাদের হাতে তুলে দেয়।

পুলিশ গাড়িতে তল্লাশী চালিয়ে একটি ৭ পয়েন্ট ৬ বোরের পিস্তল উদ্ধার করে।

গাড়ি চালক লিটন পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে তাকে সোনারগাঁওয়ের মোগড়াপাড়া যাবার কথা বলে রাজধানীর এ্যাপোলো হাসপাতাল থেকে ভাড়া করে। পরে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তারা অস্ত্রের মুখে জিম্মি করে মেয়েটিকে অপহরণ করে। পরবর্তীতে ভয় দেখিয়ে তাদের দিকনির্দেশনা অনুসারে গাড়ি চালাতে বাধ্য করে।

প্যানেল মেয়র কেএম শহীদুল্লাহ বলেন, অসীম প্রায়ই আমার মেয়েকে অপহরণের হুমকি দিতো। এ জন্য আমি তাকে ঢাকায় রেখে পড়াশোনা করাতাম।

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বোতলজাত সয়াবিনের লিটারে দাম বাড়ল ৪ টাকা
ঝালকাঠির দুর্ঘটনায় নিহতদের পরিবার ৫ লাখ এবং আহতদের ৩ লাখ  ও ১ লাখ টাকা আর্থিক সহায়তা
ট্রাকচাপায় নিহত ১৪ জনের মরদেহ হস্তান্তর
প্রচণ্ড গতিতে টোল প্লাজার গাড়িগুলোর ওপর আছড়ে পড়ল ট্রাক, নিহত ১৪
পিরোজপুর জেলা আ.লীগের নেতাকে কুপিয়ে স্বর্ণালংকার লুট
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com