AmaderBarisal.com Logo

‘পদ্মাবতী’র দ্বিতীয় ট্রেলার

বিনোদন ডেস্ক
আমাদেরবরিশাল.কম

৩ ডিসেম্বর ২০১৭ রবিবার ৪:৫৫:১৬ অপরাহ্ন

নিষিদ্ধ নয় ‘পদ্মাবতী’সঞ্জয় লীলা বানসালির ‘পদ্মাবতী’ ছবিটি এখন আছে ভারতের চলচ্চিত্র সেন্সর বোর্ডে।

১ ডিসেম্বর ‘পদ্মাবতী’ ছবির পরিচালক সঞ্জয় লীলা বানসালি এবং ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ভায়াকম এইটিন মোশন পিকচার্স ঘোষণা দিয়েছে, তারা এই ছবির বিতর্ক এড়াতে প্রকাশ করছে দ্বিতীয় ট্রেলার।

জানা গেছে, এবার যাতে ছবিটি নিয়ে আর বিতর্ক না হয়, তাই ট্রেলার থেকে আলাউদ্দিন খিলজির চরিত্র বাদ দেওয়া হবে। দেখানো হবে রানি পদ্মাবতী আর রাজপুত রানা রতন সিংয়ের কাহিনির কিছু চিত্র।

আর এবার ট্রেলারটি এমনভাবে তৈরি করা হবে, যার মধ্য দিয়ে রাজপুতদের বীরত্বের গৌরবময় অধ্যায়ের চিত্র উঠে আসবে।

‘পদ্মাবতী’ চলচ্চিত্রে ইতিহাস বিকৃত করা হয়েছে এবং রাজপুতদের সম্মানহানি করা হয়েছে, এই অভিযোগে কিছুদিন ধরে বিক্ষোভ ও প্রতিবাদ করছে রাজপুত সংগঠন করনি সেনা ও কয়েকটি হিন্দু সংগঠন।



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।