AmaderBarisal.com Logo

বেতাগীতে উন্নয়ন মেলার উদ্বোধন

বেতাগী প্রতিবেদক
আমাদেরবরিশাল.কম

১১ জানুয়ারি ২০১৮ বৃহস্পতিবার ৭:১৩:৪১ অপরাহ্ন

বেতাগীতে উন্নয়ন মেলার উদ্বোধন‘উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র’ স্লোগান সামনে রেখে বরগুনার বেতাগীতে উপজেলা পরিষদ মাঠে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারী) সকাল সাড়ে ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেতাগীসহ দেশের সব জেলা উপজেলায় একসঙ্গে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ মেলার উদ্বোধন করেন।

এ সময়ে এ সময় মেলা প্রাঙ্গণে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান কবির, উপজেলা নির্বাহী অফিসার মো: রাজীব আহসান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির, বেতাগী সরকারি কলেজের অধ্যক্ষ মো: নুরুল আমিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো: মাকসুদুর রহমান ফোরকান, জেলা পরিষদ সদস্য আবুল কাশেম ও পারুল আক্তার,

বেতাগী থানার অফিসার ইন চার্জ মো: মামুনুর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: আব্দুস ছোবহান ও আমিনা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মো: ইসবাল হোসাইন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো: রকিবুল হাসান সুজন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: শাহাদাত হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব সিকদার, উপজেলা বেতাগী সদর ইউপি চেয়ারম্যান মো: নজরুল ইসলাম, সাপ্তাহিক বিষখালী সম্পাদক আব্দুস সালাম সিদ্দিকী, প্রেসক্লাব সভাপতি মো: মিজানুর রহমান মজনু ও সাংবাদিক সমিতির সভাপতি লায়ন মো: শামীম সিকদার।

উন্নয়ন মেলা চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত। মেলায় অংশ নিয়েছে ২৫টি স্টল। স্টলের মাধ্যমে সরকারের উন্নয়ন তুলে ধরা হচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে মেলা শুরু হয়ে চলবে রাত ৮টা পর্যন্ত। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সরকারের উন্নয়ন দেশবাসীর কাছে তুলে ধরতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে।



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।