Current Bangladesh Time
শুক্রবার এপ্রিল ২৬, ২০২৪ ৩:৩৫ পূর্বাহ্ন
Barisal News
Latest News
প্রচ্ছদ » ভোলা, ভোলা সদর » ভোলা গণগ্রন্থাগার পাঠকশূন্য
১৪ ফেব্রুয়ারি ২০১৮ বুধবার ৫:১০:৩২ অপরাহ্ন
Print this E-mail this

ভোলা গণগ্রন্থাগার পাঠকশূন্য
অনলাইন ডেস্ক


bhola-news-map ভোলা সংবাদ মানচিত্রভোলার জেলা গণগ্রন্থাগারটি পাঠকশূন্য হয়ে পড়েছে।

পাঠকদের অভিযোগ, শুধুমাত্র শহর থেকে দূরে হওয়ায় সারা বছর অনেকটা পাঠকশূন্য থাকছে গ্রন্থাগারটি।

জানাগেছে, স্বাধীনতার পর ১৯৮২ সালে ১ জানুয়ারি ভোলা শহরে প্রতিষ্ঠিত হয় ভোলা সরকারি গণগ্রন্থাগার। প্রথমে শহরের টাউন স্কুল ক্যাম্পাসে যখন গ্রন্থাগারটি ছিল তখনো ব্যাপক পাঠক সমাগম হতো।

শহরের বিভিন্ন এলাকার নানা বয়সী স্কুল ও কলেজের শিক্ষার্থীরা ভিড় জমাত সেখানে। এরপর ২০১০ সালে ভোলা শহরের পুলিশ লাইনসসংলগ্ন চরনোয়াবাদ সড়কের পাশে গ্রন্থাগারটি নিজস্ব আধুনিক ভবনে স্থানান্তরিত করা হয়।

কিন্তু নতুন ভবনে নিতান্ত দরকার ছাড়া এখন কেউ আসে না আর। সপ্তাহে বৃহস্পতি ও শুক্রবার দুই দিন বন্ধ থাকে গ্রন্থাগারটি। শনি থেকে বুধবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সবার জন্য এটি উন্মুক্ত থাকে।

কর্মচারীরা জানান, গ্রন্থাগারটিতে ২৪ হাজার ২২টি তাক ভর্তি সারি সারি বই সাজানো রয়েছে। সাইন্সফিকশন থেকে শুরু করে গল্প, উপন্যাস, প্রবন্ধ, কবিতা, বাংলা ও ইংরেজি অভিধানসহ জ্ঞানসমৃদ্ধ মহামূল্যবান বইয়ের সমাহার এখানে।

গ্রন্থাগারটিতে চারজন কর্মকর্তা-কর্মচারীর পদ থাকলেও রয়েছেন একজন লাইব্রেরি সহকারী ও নাইটগার্ড। প্রতিদিন সময়মতো আগমন ও প্রস্থান ঘটে তাদের। কিন্তু যাদের জন্যে লাইব্রেরি সেই পাঠক না থাকায় সারা বছর অনেকটা নিষ্প্রাণ এ গণগ্রন্থাগারটি। শুধুমাত্র দূরত্ব কমিয়ে দিয়েছে এর পাঠকসংখ্যা।

 

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাংলাদেশের উন্নয়নের দিকে তাকালে আমাদের লজ্জা হয়: শাহবাজ শরিফ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ২৭ এপ্রিল
খাল ও ড্রেন পরিষ্কার না করায় মশার উপদ্রব: মেয়র খোকন
বরিশালে তীব্র গরমে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা
বরিশালে ভোট কেন্দ্রে থাকছে না সিসি ক্যামেরা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com