বাবুগঞ্জে জেলে পরিবারে চলছে দুর্দিন
বাবুগঞ্জ, ৬ মার্চ (সাইফুল ইসলাম/আমাদের বরিশাল ডটকম): বাবুগঞ্জ উপজেলার ওপর দিয়ে প্রবাহিত ৪ টি নদী জলবায়ু পরিবর্তনজনিত কারণে অতিমাত্রায় পানি প্রবাহ কমে যাওয়ায় ক্রমেই মাছশূন্য হয়ে পড়ছে। ফলে এখানকার জেলে পরিবারদের সংসারে চলছে এখন দুর্দিন।
বিগত কয়েক বছর আগেও শুষ্ক মৌসুমে নদীগুলো ছিল খরস্রোত। এখন ভরাট হয়ে গেছে তলদেশ। কমে গেছে পানি ধারণ ক্ষমতা। বর্ষা মৌসুমে দু’কূল ছাপিয়ে বন্যায় মানুষের দুর্ভোগ ডেকে আনলেও শুষ্ক মৌসুমে রবীন্দ নাথের ছোট নদীতে পরিণত হয়। নদীতে থাকে না পানি, নেই মাছ। নির্জীব নদীগুলো এখন পরিণত হয়েছে বালুচরে।
উপজেলার জেলেরা জাল নিয়ে ভোরে ছুটেন মাছ ধরতে আড়িয়াল খাঁ, সন্ধা সুগন্ধা নদীতে কিন্তু সারাদিন নদীতে জাল ফেলে একটি মাছও জালে ওঠাতে পারেন না তারা। বাবুগঞ্জের জেলে জাকির হোসেন আক্ষেপ করে বলেন, ‘হায় আল্লাহ নদীতে পানি নাই, মাছও নাই, মোড়া খামু কি?’
জেলে পাড়ার প্রতিটি জেলে পরিবারের সংসারে এখন চলছে চরম দুর্দিন। নদী শুকিয়ে যাওয়ায় মাছ পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে উপজেলার অনেক জেলেই সাত পুরুষের পেশা ছেড়ে কেউ রিকশা-ভ্যান চালাচ্ছেন। কেউ দিনমজুরি করছেন বোরো ক্ষেতে। অনেকে বাড়ি ছেড়ে বিভিন্ন জায়গায় গেছেন ইটভাটায় কাজ করতে। কেউ কেউ বাইরে থেকে মাছ এনে বিক্রি করছেন।
এদিকে আড়িয়াল খা নদীর পানির গভীরতা গত বছর এ সময়ে ২৫ ফুট থাকলেও এবার তা ৭ ফুটে নেমে এসেছে। নদীর বুকে জেগে উঠেছে বিস্তীর্ণ বালু চর। অন্যদিকে সন্ধা, সুগন্ধা,কালিজিরা নদীও শুকিয়ে যাওয়ায় জেলেরা মাছ পাচ্ছেন না।বর্তমানে এসব জেলেরা তাদের পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। তারই ধারাবাহিকতায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে জেলে পরিবারের ছেলেমেয়েদের লেখাপড়া।
–
(আমাদের বরিশাল ডটকম/বাবুগঞ্জ/সাই/তাপা)
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক |