AmaderBarisal.com Logo

নাজিরপুরে সংখ্যালঘু পরিবারকে দেশ ছাড়তে হুমকি

নিউজ ডেস্ক
আমাদেরবরিশাল.কম

৩০ মার্চ ২০১৮ শুক্রবার ৫:৪২:২৫ অপরাহ্ন

pirojpur-news-map পিরোজপুর সংবাদ মানচিত্রপিরোজপুরের নাজিরপুরে সংখ্যালঘু পরিবারকে দেশ ছাড়তে হুমকি দেয়ার অভিযোগে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি)করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৯ মার্চ) রাতে উপজেলার হরিপাগলা গ্রামের মৃত সুরেন্দ্র নাথ মন্ডলের ছেলে সুকুমার মন্ডল থানায় ওই জিডি করেছেন। ডায়েরি নং ১০৮২। জিডির তারিখ-২৯/০৩/১৮।

তিনি বলেন, জিডি করেও ভরসা পাচ্ছি না। পরিবার নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছি।

জিডি সূত্রে জানা যায়, উপজেলার রুহিতলাবুনিয়া গ্রামের আব্দুল মান্নান মৃধার ছেলে বেলায়েত হোসেন মৃধা বিগত কয়েক মাস ধরে ওই সংখ্যালঘু পরিবারটির ভোগদখলীয় রেকর্ডকৃত ২৭ শতাংশ সম্পত্তি অবৈধভাবে দখলের পায়তারা করতে থাকে। এ ঘটনা ভুক্তভোগী পরিবারটি স্থানীয়দের জানালে পিরোজপুর জেলা পরিষদের সদস্য সুলতান মাহমুদ খান ও উপজেলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন খানের নেতৃত্বে কয়েকদফা শালিস বৈঠক হয়। বৈঠকের সিদ্ধান্ত অমান্য করে বেলায়েত মৃধা সংখ্যালঘু পরিবারটির সম্পত্তি দখলের ষড়যন্ত্র অব্যাহত রাখে। ২৮ মার্চ বুধবার সকালে বেলায়েত মৃধা সংখ্যালঘু পরিবারটির বাড়িতে গিয়ে আগামী রবিবারের মধ্যে জমি দখল না ছাড়লে তাদের দেশ ছাড়ার হুমকি দেয়।

এ বিষয়ে জানতে বেলায়েত মৃধার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

নাজিরপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান, তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।