AmaderBarisal.com Logo

খুলনায় ‘অনিয়ম-সহিংসতা’ তদন্তের আহ্বান মার্কিন রাষ্ট্রদূতের

জাতীয় ডেস্ক
আমাদেরবরিশাল.কম

১৬ মে ২০১৮ বুধবার ৯:৪২:১৪ অপরাহ্ন

খুলনায় ‘অনিয়ম-সহিংসতা’ তদন্তের আহ্বান মার্কিন রাষ্ট্রদূতেরখুলনা সিটি করপোরেশন নির্বাচনে ‘অনিয়ম-সহিংসতা’র খবরে হতাশা প্রকাশ করে তদন্তের আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট।

আজ বুধবার (১৬ মে) বিকালে পররাষ্ট্র সচিব এম শহিদুল হকের ইউএসএআইডি প্রশাসক মার্ক গ্রিনের সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।

তিনি বলেন, নির্বাচনে সবাই অংশ নিয়েছে –এটা খুশির বিষয়। তবে অনিয়ম, ভয় দেখানো এবং আরও খারাপ জিনিস সহিংসতার খবরে আমরা হতাশ হয়েছি। আমরা চাই, এসব ঘটনার স্বচ্ছ ও পূর্ণ তদন্ত, যাতে ভবিষতে এমন ঘটনা আর না ঘটে।

 



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।