বরিশালের মেঘনায় ট্রলার ডুবে শিশু নিহত, গৃহবধূ নিখোঁজ নিউজ ডেস্ক
 ফাইল ছবি
বরিশালের হিজলায় ঝড়ে মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবির খবর পাওয়া গেছে।
ঘটনায় জান্নাত (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও মাহিনুর (২৬) নামে গৃহবধূর নিখোঁজ থাকার কথা জানিয়েছেন হরিণাথপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. রায়হান।
আজ বৃহস্পতিবার (৩১ মে) সকালে উপজেলার রিণাথপুর ইউনিয়ন সংলগ্নের মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
নিহত জান্নাত ওই এলাকার হমিজান ফকিরের মেয়ে এবং নিখোঁজ মাহিনুর আল আমিনের স্ত্রী।
ইউপি সদস্য জানান, সকালে আকস্মীক বাতাসে হরিণাথপুর সংলগ্ন মেঘনায় ৩টি নৌকা ডুবে যায়। এরমধ্যে দুপুরের দিকে জান্নাতের লাশ পাওয়া গেলেও মাহিনুর এখনও নিখোঁজ রয়েছেন।
সম্পাদনা: বরি/প্রেস/মপ |