AmaderBarisal.com Logo

দেশে দেশে আজ ঈদ উদযাপন

অনলাইন ডেস্ক
আমাদেরবরিশাল.কম

১৫ জুন ২০১৮ শুক্রবার ৪:৫৯:৩৫ অপরাহ্ন

দেশে দেশে আজ ঈদ উদযাপন

ছবি: সংগ্রহীত

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইন্দোনেশিয়া, তুরস্ক ও মালয়েশিয়াতে আজ ঈদ। গতকাল বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় দেশগুলোর রাষ্ট্রীয় কর্তৃপক্ষ এই ঘোষণা দিয়েছে।

মরক্কো, আলজেরিয়া, তিউনেসিয়া, ওমান, লিবিয়ায়ও আজ ঈদ উদযাপিত হচ্ছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র, থাইল্যান্ডসহ ইউরোপের বেশির ভাগ দেশে আজ ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

আরব ইউনিয়নের চাঁদ দেখা কমিটির সদস্য খালিদ আল-জাক এক টুইটার বার্তায় বলেন, ‘চাঁদ দেখা সাপেক্ষে শুক্রবার ঈদ পালিত হচ্ছে। চাঁদের হিসাব অনুযায়ী শুক্রবার, ১৫ জুন ঈদ উল ফিতরের প্রথম দিন।’-প্রথম আলোসম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : [email protected]
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।