বাউফলে ঈদের দিন পানিতে ডুবে শিশুর মৃত্যু বাউফল প্রতিবেদক
পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর গ্রামে ঈদের দিন আজ শনিবার (১৬ জুন) দুপুর ১টার দিকে পানিতে ডুবে জুনায়েত নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
জুনায়েত ওই গ্রামের মো. রিয়াজ উদ্দিনের ছেলে।
নিহতের পারিবারিক সুত্রে জানা গেছে, শিশু জুনায়েত খেলতে গিয়ে সবার অগোচরে ঘরের পাশে পুকুরে পরে যায়। দুপুর ১টার দিকে প্রতিবেশি একজন পুকুরে গোসল করতে এসে শিশু জুনায়েতকে ভাসতে দেখে চিৎকার দেয়।
এ সময় তাকে ওই পুকুর থেকে জুনায়েতকে ভাসমান অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
কীর্তনখোলা নদী ভাঙনরোধে কাজ শুরু, কড়া হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর