AmaderBarisal.com Logo

ঝালকাঠিতে মাদক বিরোধী অভিযানে আটক ৫


আমাদেরবরিশাল.কম

১০ জুলাই ২০১৮ মঙ্গলবার ৭:০০:০১ অপরাহ্ন

ঝালকাঠিতে মাদক বিরোধী অভিযানে আটক ৫ঝালকাঠির রাজাপুরে ও কাঠালিয়ায় র‌্যাব ও ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ ৫ সেবী ও ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

গতকাল সোমবার রাতে উপজেলার কানুদাশকাঠি, সাতুরিয়া ও পশ্চিম চর ইন্দ্রপাশা গ্রাম থেক তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, কানুদাসকাঠি গ্রামের সুলতান হাওলাদারের ছেলে মোঃ আমীর হোসেন হাওলাদার (৩৭) কে ২২৭ পিস ইয়াবাসহ, নলবুনিয়া গ্রামের মৃত মোতালেব তালুকদারের ছেলে মোঃ রুবেল তালুকদার (২৮) কে ২০০ পিস ইয়াবাসহ র‌্যাব-৬ খুলানা এবং বাগড়ি গ্রামের সবুজ সিকদারের ছেলে আশিকুর রহমান (২১) ও পশ্চিম চর ইন্দ্রপাশা গ্রামের ফারুক আলমের ছেলে খাইরুল ইসলাম রকি (২২) কে ২ পিস ইয়াবাসহ ঝালকাঠি ডিবি পুলিশ আটক করে।

র‌্যাব ও ডিবি বাদি হয়ে মাদক নিয়ন্ত্রন আইনে পৃথক ৩টি মামলা দায়ের করেছেন।

এছাড়া জেলার কাঁঠালিয়া উপজেলা থেকে এরশাদ হাওলাদার (১৯) নামে এক যুবককে পাঁচ পিস ইয়াবাসহ সোমবার রাতে কাঁঠালিয়া থানা পুলিশ গ্রেপ্তার করেছে।

তার বিরুদ্ধেও কাঁঠালিয়া থানায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।