| গলাচিপায় ৩৫ লাখ টাকার নিষিদ্ধ জাল আটক
গলাচিপা, ১২ মে (সাইমুন রহমান এলিট/আমাদের বরিশাল ডটকম): গলাচিপা উপজেলার বিভিন্ন নদ-নদীতে মৎস্য বিভাগ ও র্যাব-৮ যৌথ অভিযান চালিয়ে ৩৫ লাখ টাকার কারেন্ট জাল ও বেহুন্দি জাল আটক করে। ১১ মে শুক্র ও ১২ মে শনিবার গলাচিপা ও রাঙ্গাবালীর পানপট্টি, চরকাজল, চরবিশ্বাস, ঘাসিরচর, গহিনখালী ও রামনাবাদ নদীতে অভিযান চালিয়ে জেলেদের কাছ থেকে এসব জাল আটক করা হয়। পরে পানপট্টি লঞ্চ ঘাট এলাকায় আটককৃত জাল আগুনে পুড়ে ফেলা হয়।
মৎস্য অফিস সূত্র জানায়, অভিযানে ৬০টি বাধা জাল, ২০টি বেড় জাল, বেহুন্দি ও কারেন্ট জাল আটক করা হয়। এসময় উপস্থিত ছিলেন- গলাচিপা উপজেলা মৎস্য অফিসার মো. কামর্বল ইসলাম, র্যাব-৮ এর ডিএডি মো. হোলাম নবী প্রমুখ।
জানা গেছে, এমৌসুমে বিভিন্ন প্রজাতি মাছের রেনু ছাড়ার সময়। আর এ সময় এক শ্রেণীর অসুধু জেলেরা অধিক মুনাফার আশায় নদীতে কারেন্ট জাল, বেহুন্দি জাল, বাঁধা জাল, বেড়জালসহ নানা ধরনের নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার করছে।
–
(আমাদের বরিশাল ডটকম/গলাচিপা/সার/তাপা)
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক | |