| ভোলায় স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন অচিন্ত্য মজুমদার, ভোলা
ভোলা সদর উপজেলায় ২ লাখ ৯২ হাজার ভোটারের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্রের কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার কে.এম নুরুল হুদা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করবেন।
জেলা প্রশাসক মোঃ মাসুদ আলম সিদ্দিক ও পুলিশ সুপার মোকতার হোসেন আনুষ্ঠানিকভাবে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব এবং জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদারের হাতে স্মার্ট কার্ড তুলে দিয়ে কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ পারভিন আক্তার, চেম্বার অব কমার্সের পরিচালক সফিকুল ইসলাম সফিসহ অন্যান্যরা।
পর্যায়ক্রমে চলতি বছরের ৯ আগস্ট থেকে ২৪ নভেম্বর পর্যন্ত ৯৮দিনে উপজেলার ১৩টি ইউনিয়নে ভোটারদের হাতে এর স্মার্ট জাতীয় পরিচয়পত্রের কার্ড তুলে দেয়া হবে।
কার্ড বিতরণের পূর্বে নতুন এ জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) স্মার্ট কার্ডের জন্য ভোটারদের নতুন দুটি তথ্য কমিশনকে দিতে হবে। এতে সব ভোটারের ১০ আঙুলের ছাপ ও চোখের মণির ছবি দিতে হবে, যেটা কার্ডের তথ্য ভাণ্ডারে সংরক্ষিত হবে। নতুন এই দুটি তথ্য ছাড়াও ভোটার হওয়ার সময় দেওয়া আরো বেশ কিছু তথ্যও সংরক্ষিত থাকবে। এগুলো হলো- ব্যক্তির নাম, পিতার নাম, মায়ের নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, পেশা, বয়স, বৈবাহিক অবস্থা, জন্ম তারিখ, রক্তের গ্র“প, জন্ম নিবন্ধন সনদ, লিঙ্গ, জন্মস্থান, শিক্ষাগত যোগ্যতা, দৃশ্যমান শনাক্তকরণ চিহ্ন ও ধর্ম।
সম্পাদনা: অচিন্ত্য মজুমদার | |