সরকারি হলো বরিশাল বিভাগের ২৪ টি কলেজ অনলাইন ডেস্ক
বরিশাল বিভাগের ২৪ টি বেসরকারি কলেজকে সরকারিকরণ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী এসব প্রতিষ্ঠান সরকারি করা হয়েছে।
রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পক্ষ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, ‘সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্মীকরণ বিধিমালা-২০১৮’ এর আলোকে জেলা ও উপজেলাধীন ২৭১টি কলেজ ৮ আগস্ট হতে সরকারি করা হলো।’
সরকারি হওয়া কলেজগুলোর মধ্যে বরিশালে ৬টি, ভোলায় ৪টি, ঝালকাঠিতে ৩টি, পিরোজপুরে দুটি, পটুয়াখালীতে ৬টি, বরগুনায় তিনটি করে কলেজ রয়েছে।
এরমধ্যে রয়েছে, বরিশালের আগৈলঝাড়া উপজেলার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজ, হিজলা ডিগ্রি কলেজ, মেহেন্দিগঞ্জের পাতারহাট আরসি কলেজ, মুলাদী কলেজ, উজিরপুরে শের-ই বাংলা ডিগ্রি কলেজ, বাবুগঞ্জের আবুল কালাম ডিগ্রি কলেজ,
ভোলার তজুমদ্দিন উপজেলার তজুমদ্দিন ডিগ্রি কলেজ, দৌলতখান উপজেলার দৌলতখান আবু আব্দুল্লাহ কলেজ, বোরহানউদ্দিন উপজেলার আব্দুল জব্বার কলেজ, মনপুরা উপজেলার মনপুরা ডিগ্রি কলেজ, ঝালকাঠির কাঠালিয়া উপজেলার তাফজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজ, নলছিটি উপজেলার নলছিটি ডিগ্রি কলেজ, রাজারপুর উপজেলার রাজাপুর ডিগ্রি কলেজ,
পিরোজপুরের কাউখালী উপজেলার কাউখালী মহাবিদ্যালয়, নাজিরপুরের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মজিব মহিলা মহাবিদ্যালয়, পটুয়াখালীর দশমিনা উপজেলার আব্দুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজ, গলাচিপা উপজেলার গলাচিপা ডিগ্রি কলেজ, মির্জগঞ্জ উপজেলার সুবিদখালী ডিগ্রি কলেজ, দুমকি উপজেলার জনতা কলেজ, রাঙ্গাবালী উপজেলার রাঙ্গাবালী কলেজ, কলাপাড়ার মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ, বরগুনার তালতলী উপজেলার তালতলী ডিগ্রি কলেজ, পাথরঘাটার হাজী জালাল উদ্দিন মহিলা ডিগ্রি কলেজ এবং বামনা উপজেলার বামনা ডিগ্রি কলেজ।
‘সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্মীকরণকৃত বিধিমালা ২০১৮’ এর আওতায় এসব কলেজের শিক্ষকদের সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীনে পরীক্ষার মাধ্যমে ক্যাডারভুক্তির সুযোগ রাখা হয়েছে। তবে বেসরকারি কলেজ শিক্ষকদের ক্যাডারভুক্তির সুযোগ রাখা নিয়ে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা ও সরকারি হতে যাওয়া কলেজ শিক্ষকদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে।
বিধিমালা অনুযায়ী, প্রয়োজনীয় যোগ্যতা থাকলে বেসরকারি কলেজের যেকোনো শিক্ষক শিক্ষা ক্যাডারের প্রভাষক পদে নিয়োগ পেতে পিএসসির অধীনে পরীক্ষায় অংশ নিতে পারবেন। পিএসসির সুপারিশ পেলে তাকে শিক্ষা ক্যাডারে প্রভাষক পদে নিয়োগ দেওয়া হবে। আর ক্যাডারভুক্তি শিক্ষকরা বিভিন্ন সরকারি কলেজ ও দপ্তরে বদলিও হতে পারবেন।
তবে সরকারি হতে যাওয়া কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সহকারী অধ্যাপক ও প্রভাষকরা নন-ক্যাডার হিসেবে নিজ নিজ পদে নিয়োগ পাবেন। তাদের চাকরি আর বদলিযোগ্য হবে না।
সম্পাদনা: বরি/প্রেস/মপ |