AmaderBarisal.com Logo

ম্যাচ ও সময়ের অযুহাতে বিপিএলে এবারও থাকছে না বরিশাল বুলস!

অনলাইন ডেস্ক
আমাদেরবরিশাল.কম

১৩ আগস্ট ২০১৮ সোমবার ৬:১৬:১৩ অপরাহ্ন

মুশফিক-হোয়াটমোরে বরিশাল বুলসের নতুন লড়াইআর্থিক শর্ত না মানায় বাংলাদেশ ক্রিকেট লিগের (বিপিএল) পঞ্চম আসরে অংশ নিতে পারেনি বরিশাল বুলস।

আগামী আসরে দল বাড়লে ম্যাচ বেড়ে যাবে, দীর্ঘ হবে টুর্নামেন্ট -এই ভাবনা থেকে বরিশালকে বাইরে রাখছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য জালাল ইউনুস সোমবার সংবাদমাধ্যমকে বলেন, ‘বরিশাল বুলস এবার মনে হয় না থাকবে। আগের বছরের সাতটা দলই থাকবে। কারণ সময় খুব কম। একটা দল বাড়ালে ম্যাচ অনেকগুলো বেড়ে যাবে। তাছাড়া আগামী বিপিএল শেষ হতে না হতেই ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডে সিরিজ খেলতে জাতীয় দল চলে যাবে। আপনারা জানেন, নতুন একটি দল বাড়ালে টুর্নামেন্টর ব্যাপ্তি কতটা বাড়বে। সুতরাং সম্ভাবনা নেই।’

গত আসরে বরিশাল বুলস বাদ পড়লেও সাতটি দল নিয়েই আয়োজিত হয় বিপিএল। নতুন মালিকানা ও নাম নিয়ে ফেরে সিলেট। জানুয়ারিতে বিপিএলের ষষ্ঠ আসরে খেলবে আগের সাতটি দলই। ফেরার অপেক্ষায় থাকতে হচ্ছে বরিশাল বুলসকে।

অক্টোবরে বিপিএল মাঠে বল গড়ানোর কথা থাকলেও জাতীয় সংসদ নির্বাচন মাথায় রেখে তিন মাস পিছিয়ে ২০১৯ সালের ৫ জানুয়ারি পরের আসর শুরুর নতুন তারিখ ঘোষণা করেছে বিপিএল গর্ভনিং কাউন্সিল। সূত্র: চ্যানেল আই অনলাইনসম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : [email protected]
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।