AmaderBarisal.com Logo

রাজাপুরে নারী ইউপি সদস্যের সংবাদ সম্মেলন

ঝালকাঠি প্রতিবেদক
আমাদেরবরিশাল.কম

৬ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার ৪:৪১:০৯ অপরাহ্ন

রাজাপুরে নারী ইউপি সদস্যের সংবাদ সম্মেলনঝালকাঠির রাজাপুর সদর ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য নাজমা ইয়াসমিন মুন্নি সংবাদ সম্মেলন করেছেন।

বৃহস্পতিবার বেলা ১১টায় মুক্তিযোদ্ধা মিলনকেন্দ্রে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, রাজাপুর ৪৭ নং মৌজার এসএ ৪৩৭ নং খতিয়ানের এসএ ৪৮৯৫ দাগের সাড়ে ৭ শতাংশ সরকারি খাস জমির ওপর ডিসি আর না থাকা সত্ত্বেও উপজেলার আংগারিয়া গ্রামের মৃত শফিজ উদ্দিন হাওলাদারের ছেলে মো. জুলফিকার আলী পাকা দালান ঘর নির্মাণ করছে।

লিখিত বক্তব্যে তিনি আরও অভিযোগ করে বলেন, ওই জমির পাশের মহিলা মেম্বর মুন্নির বাবা ইউনুচ আলী রাঢ়ীর নামের ডিসি আর কাটা জমি ভূমিদস্যু জুলফিকার আলী দখলের পায়তারা করছেন। জুলফিকার আলী বিএনপি ও জামায়ত শিবিরের রাজনীতির সাথে জড়িত ছিল এবং বর্তমানে আ’লীগের নাম ভাঙ্গীয়ে অপকর্ম করে বেড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি সাহাতে তার পিতার ডিসিআর’র সম্পত্তি সুষ্ঠুভাবে ভোগদখল করিতে পারেন এবং সরকারি জমির নির্মানাধীন পাকা ভবন নির্মান কাজ বন্ধের জন্য ডিসি, ইউএনওসহ সকলের সহযোগীতা কামনা করেছেন।

তবে অভিযুক্ত জুলফিকার আলীর মতামত পাওয়া যায়নি।সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : [email protected]
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।