![]() আমতলীতে সাক্ষরতা দিবস পালিতআমতলী প্রতিবেদক ৮ সেপ্টেম্বর ২০১৮ শনিবার ৫:০২:১৭ অপরাহ্ন
দিবসটি পালন উপলক্ষে শনিবার সকাল সাড়ে ৯টায় আমতলী উপজেলা পরিষদ থেকে এক র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক ও অভিভাবক বেসরকারী সংগঠন এনএসএস ও কোডেক এর কর্মীরা অংশগ্রহন করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক আলোচনা সভ অনুষ্ঠিত হয়। উপজেলঅ নির্বাহী কর্মকর্তা মো: সরোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষরে ভাইস চেয়ারম্যান মো: মজিবুর রহমান, বিএরডিবির চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি জিএম ওসমানী হাসান, শিক্ষা কর্মকর্তা মো: মজিবুর রহমান, আমতলী একেপাইলট সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: বজলুর রহমান,এমইউ বালক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নাসির উদ্দিন, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো: জাকির হোসেন, সাংবাদিক রেজাউল করিম ও মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার মো: সেলিম মাহমুদ প্রমুখ। সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : [email protected]
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||