AmaderBarisal.com Logo

পিরোজপুরে জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু


আমাদেরবরিশাল.কম

১ জুন ২০১২ শুক্রবার ৭:১৪:১৮ অপরাহ্ন

পিরোজপুর, ১ জুন (মাহামুদুর রহমান মাসুদ/আমাদের বরিশাল ডটকম): পিরোজপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে জেলা প্রশাসক কাপ আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট। ১ জুন শুক্রবার এ টুর্নামেন্টের উদ্বোধন করেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য একেএমএ আউয়াল।

খেলায় জেলার মোট ৭ টি উপজেলা দল অংশগ্রহন করবে। উদ্বোধনী খেলায় বিকেলে পিরোজপুর সদর ও জিয়ানগর উপজেলা দল অংশগ্রহন করবে। পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি অনল চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন- উপজেলা চেয়াম্যান মতিউর রহমান সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীন ও সংস্থার সাধারন সম্পাদক গোলাম মাওলা নকীব প্রমুখ।


(আমাদের বরিশাল ডটকম/পিরোজপুর/মার/তাপা)সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।