বিদ্যালয় সরকারি করায় আনন্দযাত্রা নিজস্ব প্রতিবেদক, কলাপাড়া
কলাপাড়ার পৌরশহরের খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করনে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
এসময় ‘শেখ হাসিনার সরকার-সবসময় দরকার’স্লোগান দেয়। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং স্থানীয় সংসদ সদস্য আলহাজ মাহবুবুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এমন আনন্দ মিছিল করা হয়।
শনিবার সকালে বিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী, শিক্ষক, পরিচালনা পর্ষদের সদস্যসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহনে পৌরশহরের গুরুত্বপূর্ণ সকড় প্রদক্ষিণ করে বিদ্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা ও বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো. আব্দুর রহিম। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বহী অফিসার মো. তানভীর রহমান। অন্যান্যের মধ্যে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এসএম রাকিবুল আহসান, সহ-সভপতি মঞ্জুরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদ, সহকারী শিক্ষক সুভাষ চন্দ্র বিশ^াস, ইব্রাহীম খলিল, নুরুল হক, শিক্ষার্থী দিবারুল ইসলাম দ্বীপ বক্তব্য রাখেন। পরে জাতির পিতাসহ ১৫ আগস্টে নিহত সকল সদস্য এবং স্বাধীনতা যুদ্ধে নিহত ৩০ লাখ শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু, সুস্থতা দেশ পরিচালনায় সাফল্য কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
সম্পাদনা: বরি/প্রেস/মপ |