কাউখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু কাউখালী প্রতিবেদক
পিরোজপুরের কাউখালীতে খালের পানিতে ডুবে রাহাত নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়ে হয়েছে।
গতকাল সোমবার বিকেল সাড়ে পাচঁটার দিকে উপজেলার সদর ইউনিয়নের কাঠালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুটি ওই গ্রামের হাফিজুর রহমানের ছেলে।
কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. ছিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত শিশুর পরিবারের লোকজন জানায়,দুপুরে সবার অজান্তে বাড়ির পাশে খালের পানিতে পড়ে ডুবে যায় শিশু রাহাত। পরে সন্ধ্যায় পরিবারের লোকজন খোঁজাখুজির এক পর্যায়ে শিশুটিকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
সম্পাদনা: বরি/প্রেস/মপ |