স্বামীর পাশে চিরনিদ্রায় রত্নগর্ভা নূরজাহান বাবুগঞ্জ প্রতিবেদক
বাবুগঞ্জে জাহাঙ্গীর নগর ইউনিয়নে স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বরিশাল-৩(বাবুগঞ্জ-মুলাদী) আসনের সাবেক সাংসদ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুর রত্নগর্ভা মাতা নূরজাহান বেগম। জানাজায় সাধারন মানুষের ঢল।
তিনি ২৫ নভেম্বর সকাল সোয়া ৮টায় ঢাকা গ্রীণ লাইফ হাসপাতালে চিকিৎধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
আজ সকাল সাড়ে ৯ টায় আগরপুর ডিগ্রী কলেজ মাঠে তৃতীয় ও শেষ জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক গোরস্থানে স্বামী গোলাম সরোয়ারের পাশে দাফন করা হয়।
কাল বাদ আসর গোলাম কিবরিয়া টিপুর নিজ বাড়িতে মায়ের কুলখানি অনুষ্ঠিত হবে।
জানাজায় উপস্থিত ছিলেন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ টিপু সুলতান, উপজেলা চেয়ারম্যান সরদার মোঃ খালেদ হোসেন স্বপন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, ভাইস চেয়াম্যান আজিজুর রহমান অলিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতান আহম্মেদ খান, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মকিতুর রহমান কিসলু, সাধারণ সম্পাদক ওমর ফারুক বাবুল আকন, আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মৃধা মুঃ আক্তার উজ-জামান মিলন, জাহঙ্গীরনগর ইউনিয়নের চেয়ারম্যান তারিকুল ইসলাম তারিক, দেহেরগতি ইউনিয়ন’র মশিউর রহমান,চাঁদপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আঃ মতিন হাওলাদারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী ও সকল পেশাজীবি মানুষ।
সম্পাদনা: বরি/প্রেস/মপ |