AmaderBarisal.com Logo

কলাপাড়ায় জাসদের প্রার্থী পারভেজের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, কলাপাড়া
আমাদেরবরিশাল.কম

৩ ডিসেম্বর ২০১৮ সোমবার ৪:৫১:০৪ অপরাহ্ন

patuakhali-news-map পটুয়াখালী সংবাদ মানচিত্রসাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন পটুয়াখালী-৪ (কলাপড়া-রাঙ্গাবালী) আসনের জাসদ (ইনু) মনোনীত প্রার্থী সাংবাদিক বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।

সোমবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময়ে তিনি বলেন, জামায়াত শিবির, জঙ্গিবাদ, আগুন সন্ত্রাস ও মাদক মুক্ত দেশ গড়ার প্রত্যয়ে মশাল মার্কা নিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহন করেছি। মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রযন্ম গড়ে তুলতে সমাজের ব্যধি এবং সন্ত্রাস দুর করতে হবে। সে ক্ষেত্রে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হয়ে এগিয়ে আসতে হবে, যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।

এ সময় জাসদ (ইনু) কলাপাড়া উপজেলা শাখার নেতা ও সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- সাংবাদিক এস,কে রঞ্জন, উত্তমকুমার হাওলাদার, মাসুম বিল্লাহ, খোকন মন্ডল, নাহিদুল হক প্রমূখ।

মতবিনিময় সভায় কলাপাড়ায় কর্মরত বিভিন্ন পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : [email protected]
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।