ভোলায় জেলেদের জালে ধরা পড়েছে বিরল একটি কচ্ছপ যার ওপর ৪৭ কেজি।
পরে খবর পেয়ে জীবিত অবস্থায় প্রাণীটিকে নিয়ে যায় বন বিভাগের কর্মকর্তারা। একে সাগরে ছেড়ে দেয়া হবে।
বুধবার দুপুরে মাছ ধরার সময় জেলেদের জালে কচ্ছপটি ধরা পড়ে। পরে বিক্রির জন্য জেলেরা বাড়ি নিয়ে যায়। খবর পেয়ে জেলে আবু সাইদ নামে একজনের বাড়ি থেকে কচ্ছপটি উদ্ধার করে বন বিভাগ।
বিশেষজ্ঞরা জানান, কচ্ছপটি অলিভ রিডলে প্রজাতির। ধরা পড়েছে মেঘনা নদীর তুলাতলী এলাকায়। এই কচ্ছপগুলো মূলত সাগরে থাকে। আর নদীতে সচরাচর এগুলো ধরাও পড়েনি ভোলায়।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
কীর্তনখোলা নদী ভাঙনরোধে কাজ শুরু, কড়া হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর