AmaderBarisal.com Logo

বিশ্বের ২৬তম ক্ষমতাধর নারী শেখ হাসিনা

অনলাইন ডেস্ক
আমাদেরবরিশাল.কম

৬ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার ৪:৪৫:৩৪ অপরাহ্ন

ইউএনও গ্রেফতারে খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিস্মিতযুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী ফোর্বস’র বিচারে বিশ্বের ক্ষমতাধর নারীদের মধ্যে ২৬তম অবস্থানে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত মঙ্গলবার সাময়িকীটির ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় বাংলাদেশের সরকারপ্রধানকে এই অবস্থানে দেখা যায়।

গত বছর ফোর্বসের দৃষ্টিতে ১০০ ক্ষমতাধর নারীর তালিকায় ৩০তম অবস্থানে ছিলেন বঙ্গবন্ধু কন্যা।

প্রধানমন্ত্রীকে ২৬তম অবস্থানে মর্যাদা দিয়ে ফোর্বসের ওয়েবসাইটে বলা হয়েছে, ৭১ বছর বয়সী শেখ হাসিনা ২০১৭ সালে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রায় ২ হাজার একর জমিতে আশ্রয় দিয়েছেন। তিনি এখন রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছেন।

এই তালিকায় থাকা ১০০ ক্ষমতাধর নারীর মধ্যে ২০ জনই রাজনীতিক। এদের মধ্যে ষষ্ঠ অবস্থানে রয়েছেন শেখ হাসিনা।-বাংলা নিউজ

 সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : [email protected]
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।