AmaderBarisal.com Logo

কাউখালীতে বাইসাইকেল সমর্থনে জমিয়াতুল মোদার্রেছিনের পথসভা

কাউখালী প্রতিবেদক
আমাদেরবরিশাল.কম

২৪ ডিসেম্বর ২০১৮ সোমবার ৪:৩৪:০৫ অপরাহ্ন

কাউখালীতে বাইসাইকেল সমর্থনে জমিয়াতুল মোদার্রেছিনের পথসভাএকাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-ইন্দুরকানী) আসনে ১৪দলের মনোনীত জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান এবং পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু’র নির্বাচনী প্রতীক বাইসাইকেল মার্কার পক্ষে সোমবার সকালে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিন কাউখালী উপজেলা উদ্যোগে মিছিল বের করা হয়।

সয়না রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আবু সাইদ মিয়া মনুর নেতৃত্বে মিছিলটি উপজেলার জমিয়াতুল মোদার্রেছিন কার্যালয় থেকে থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এক পথসভায় মিলিত হয়।

সেখানে পথসভায় বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিন উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা হোসাইন আহম্মেদ এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহাবুবুর রহমান খান,সাধারন সম্পাদক শাহ আলম নসু, ইউপি চেয়ারম্যান ও জেপি নেতা আলহাজ¦ আবু সাইদ মিয়া মনু,অধ্যক্ষ মাওলানা আব্দুল মতিন,অধ্যক্ষ মাওলানা আলহাজ¦ মোস্তাফিজুর রহমান, উপজেলার জমিয়াতুল মোদার্রেছিনের সাধারন সম্পাদক মাওলানা মাহামুদুল হাসান, যুব সংহতীর সভাপতি জিয়াউল হাসান জুয়েল প্রমুখ।

সভায় বক্তারা আগামী ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনে আধুনিক দক্ষিণ বাংলার রূপকার জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান এবং পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর নির্বাচনী প্রতীক বাইসাইকেল মার্কায় দলমত নির্বিশেষে ভোট দিয়ে নির্বাচিত করে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানান ।সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।