AmaderBarisal.com Logo

ভোলায় বাবা-মাকে নির্যাতন করে ঘরে আগুন ছেলের


আমাদেরবরিশাল.কম

১১ জানুয়ারী ২০১৯ শুক্রবার ৪:৩০:০২ অপরাহ্ন

bhola-news-map ভোলা সংবাদ মানচিত্র

ভোলার বোরহানউদ্দিনে বাবা-মা ও বোনকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে ঘরের মালামাল লুট করে আগুন লাগিয়ে দিল দুই ছেলে।

শুক্রবার সকালে উপজেলার কুতুবা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

ওই পিতামাতার বড় ছেলে কালাম জানান, তার বাবা অহিদ হাজী তাদের সম্পত্তি বোনদের অংশ ভাগবাটোয়ারা করে দেন। এতে ক্ষিপ্ত হয় অপর দুই ভাই আল-আমিন ও কামাল।

এরই ধারাবাহিকতায় আল-আমিন ও কামাল ঢাকা থেকে এসে হঠাৎ করে তার মা সুফিয়া খাতুন, বাবা অহিদ হাজী, বোন নাছিমা বেগম ও বোনের ছেলে হামিমকে এলোপাতাড়ি মারধর করতে থাকে।

একপর্যায়ে সবাই গুরুতর আহতাবস্থায় ঘরে পড়ে থাকলে তাদের টেনেহিঁচড়ে ঘরের বাইরে বের করে ঘরের স্বর্ণালঙ্কার ও টাকাপয়সা লুট করে তারা। পরে ঘর ভাঙচুর করে ঘরের আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়।

স্থানীয়রা আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে ভোলা জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় দোষী আল-আমিন ও কামালের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের পাওয়া যায়নি।

বোরহানউদ্দিন থানার ওসি অসীম কুমার সিকাদার জানান, দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। -যুগান্তরসম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : [email protected]
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।