AmaderBarisal.com Logo

ভোলায় কিশোর নির্যাতনকারী সেই ইউপি সদস্য রিমান্ডে


আমাদেরবরিশাল.কম

২৪ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার ৫:৫৭:৪১ অপরাহ্ন

ভোলার চরফ্যাশন উপজেলায় মুরগি চুরির অভিযোগে ১৪ বছর বয়সী এক কিশোরকে বেঁধে পেটানোর মামলায় গ্রেপ্তার হাজারীগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য আমজাদ হোসেনকে রিমান্ডে পেয়েছে পুলিশ।

বুধবার রাত ৯টার দিকে চরফ্যাশন পৌর শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে শশীভূষণ থানার ওসি মনিরুল ইসলাম জানান।

নির্যাতনের শিকার ছেলেটি চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তার বাড়ি হাজারীগঞ্জ ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডে। আমজাদ ওই ওয়ার্ডের ইউপি সদস্য।

নির্যাতনের ওই ঘটনা গত বছর ১৫ নভেম্বর ঘটলেও নির্যাতনকারীরা প্রভাবশালী হওয়ায় ভুক্তভোগী অস্বচ্ছল পরিবার মামলা করার সাহস পাচ্ছিল না।

সম্প্রতি নির্যাতনের ভিডিওটি ফেইসবুকে আলোচনার জন্ম দিলে এলাকার লোকজনের সহায়তায় ওই কিশোরের মা ছয়জনকে আসামি করে শশীভূষণ থানায় মামলা করেন।

ওই মামলার আরেক আসামি বাবুল বাঝিকে (৪৫) মঙ্গলবার সকালে গ্রেপ্তারের পর আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে বলে জানান ওসি।   

তিনি বলেন, “বাবুলের দেওয়া তথ্যে আমজাদকে গ্রেপ্তার করা হয়। আমজাদের নির্দেশে সেই দিন ওই কিশোরের উপর নির্যাতন চালানোর কথা বাবুল জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।” বিডিনিউজ



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।