বাউফলে অনুপস্থিত ২৬জন পরীক্ষার্থী
বাউফল প্রতিনিধি::: চলতি এসএসসি, দাখিল ও ভকেশনাল পরীক্ষার প্রথম দিনে পটুয়াখালীর বাউফল উপজেলায় ২৬জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এবছর উপজেলায় মোট ৭ হাজার ৮৯১ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। এরমধ্যে এসএসসিতে ৫ হাজার ৪৪৩, দাখিলে ২ হাজার ১৯৬ এবং ভকেশনালের ২৫২ জন পরীক্ষার্থী রয়েছে।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষার্থীদের জন্য ৭টি কেন্দ্র ও ৫টি ভেন্যু, দাখিল পরীক্ষার্থীদের জন্য ৫টি কেন্দ্র ও একটি ভেন্যু এবং ভকেশনাল পরীক্ষার্থীদের জন্য দুইটি কেন্দ্র করা হয়েছে। সকল কেন্দ্র ও ভেন্যুর পরীক্ষাই সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করা হচ্ছে। প্রতিটি কেন্দ্র ও ভেন্যুতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রথম দিনের পরীক্ষায় এসএসসিতে ১৬ এবং দাখিলে ১০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল এবং কোথাও বহিস্কারের ঘটনা ঘটেনি।
বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা পিজুস চন্দ্র দে জানিয়েছেন, নকলমুক্ত পরিবেশে এবং সুন্দর ও সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
সম্পাদনা: বরি/প্রেস/মপ |