নলছিটিতে পুলিশ সেবা সপ্তাহে কম্বল বিতরণ
নলছিটি প্রতিনিধি::: ঝালকাঠির নলছিটিতে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন সময় আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণকারী শীতার্ত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ শনিবার দুপুর দেড়টায় থানা চত্বরে শতাধিক শীতার্তের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন (পিপিএম) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কম্বল বিতরণ করেন। এ সময় ওসি (তদন্ত) আব্দুল হালিম তালুকদার, নলছিটি থানার সেকেন্ড অফিসার এসআই সোলায়মান, এসআই হুমায়ুন কবির, এসআই রাসেল মোল্লা উপস্থিত ছিলেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে ওসি মো. সাখাওয়াত হোসেন বলেন, এতে করে দরিদ্র মানুষ শীতের প্রকোপ থেকে কিছুটা হলেও রক্ষা পাবে। পুলিশের পাশাপাশি এমনিভাবে স্বচ্ছল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দারিদ্র ও শীতার্ত মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সম্পাদনা: বরি/প্রেস/মপ |